একদলীয় শাসনব্যবস্থা রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই : রাজশাহীতে অধ্যক্ষ শাহাবুদ্দিন

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:১৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:১৮:০০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, দেশে যেন বারবার স্বৈরশাসন ফিরে না আসে এবং একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটে, এর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা (পিআর পদ্ধতি) চালু করা জরুরি।

রবিবার বিকালে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা আমীর ও সেক্রেটারিদের নিয়ে অনুষ্ঠিত জোন বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। বহুদলীয় প্রতিনিধিরা সংসদে মতামত দেওয়ার সুযোগ পাবেন। এতে কোনো একক দল ইচ্ছেমতো আইন প্রণয়ন বা জনবিরোধীভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই পদ্ধতি একমাত্র কার্যকর সমাধান।

বৈঠকে জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জোন টিম সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ রাজশাহী অঞ্চলের জেলা আমীর ও সেক্রেটারিগণ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]