শিক্ষার মানের কারণে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে, মনে করেন ৯৩ শতাংশ

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৭:৫১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৭:৫১:১৬ অপরাহ্ন
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দিন-দিন কমছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য বলছে, টানা তিন বছর ধরে ধারাবাহিকভাবে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা কমছে। শিক্ষার মানের কারণে দেশে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে বলে মনে করেন ৯৩ শতাংশ মানুষ।

দেশের শিক্ষাবিষয়ক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া বাকি ৬ শতাংশ মানুষ এর সঙ্গে একমত পোষণ করেন না। বাকি ১ শতাংশ এর পক্ষে- বিপক্ষে কোনো মতামত দেয়নি।

গত ৬ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত এই জরিপ চলানো হয়।

এই জরিপে অংশ নিয়েছেন মোট ১ হাজার ৬১১ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ৫০১ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৮৯ জন মানুষ। হ্যাঁ বা না কোনো মন্তব্য করেননি ২১ জন।

জরিপের প্রশ্ন করা হয়, শিক্ষার মান ও পরিবেশের কারণে দেশে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে বলে মনে করেন কি? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

সার্বিকভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও পরিবেশ নিয়েও প্রশ্ন আছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে গবেষণা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।

প্রতিবছর ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে শিক্ষার বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে। ইউজিসি সর্বশেষ যে তথ্য সংগ্রহ করেছে, তাতে দেখা যায়, ২০২৩ খ্রিষ্টাব্দে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ছিল ৫৩টির (মোট বিশ্ববিদ্যালয় ৬১টি)। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল ১১৪টি (পরে আরও কয়েকটির অনুমোদন হয়, কয়েকটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি)। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (অধিভুক্ত কলেজ ও মাদ্রাসাসহ) মোট শিক্ষার্থী ৪৮ লাখ ২১ হাজারের বেশি।

শিক্ষার মান কমার কারণ হিসেবে ইউজিসি বলছে, আগে যেসব দেশ থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা আসতেন, সেসব দেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে কিংবা তারা অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন।

প্রসঙ্গত, ইউজিসির তথ্য বলছে, দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী পড়েন। এগুলোতে ২০২৩ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৬৩৩ জন। এর আগের বছর ছিল ৬৭০ জন। মানে এক বছরের ব্যবধানে ৩৭ জন বিদেশি শিক্ষার্থী কমেছে। আর ২০২১ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৬৭৭ জন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। 


সূত্র: দৈনিক শিক্ষাডটকম 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]