ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে: ঢাবি ভিসি

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:০০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:০০:১৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনের দিকে পুরো দেশ তাকিয়ে আছে। বহুবছর পর আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডাকসু তোমাদের অনুষ্ঠান, তোমরা গভীরভাবে চেয়েছো তাই আমরা আয়োজন করেছি। নির্বাচনী প্রস্তুতি শেষ পথে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঠিক আগের দিন এক ভিডিয়ো বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের প্রত্যাশা ডাকসু নির্বাচন। ভারীভাবে বললে ঐতিহাসিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা ইতিহাসে আগে ঘটেনি।

ভিসি ড. নিয়াজ আহমদ খান আরো বলেন, এবারের ডাকসু নির্বাচনে ৪০ হাজার ভোটার যা ৮টি কেন্দ্রে ও ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে আসবেন, আমরা অপেক্ষায় থাকব। নারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে বলেছেন ভিসি।

ভিসি ড. নিয়াজ আরো বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবে আয়োজন করার জন্য ভোট কেন্দ্র গুলো হল থেকে স্থানান্তর করে সমন্বিত করেছি। প্রতিটি ভোট কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রের বাহিরে থাকা মনিটরে সরাসরি দেখানো হবে। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভিসি নিয়াজ আরো বলেন গণঅভ্যুত্থানের নৈতিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত প্রাতিষ্ঠানিক ভয়েজ সৃষ্টি করা ও গুরুত্বপূর্ণ মূল্যবোধ ধারণ করাই আমাদের লক্ষ্য।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]