
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিদার উদ্দিন (৩৫) নুরীয়া মাদ্রাসা ডাকঘরের পোস্ট মাস্টার এবং একই এলাকার নুরীয়া হাজিরহাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের নুরীয়া হাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দিদার উদ্দিন শিশুটির বাড়িতে যান। এ সময় শিশুটিকে একা পেয়ে তিনি তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দিদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে নামে এবং একমাত্র এজাহারনামীয় আসামি দিদার উদ্দিনকে গ্রেপ্তার করে।
বর্তমানে গ্রেপ্তারকৃত দিদার পুলিশ হেফাজতে আছেন এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের নুরীয়া হাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দিদার উদ্দিন শিশুটির বাড়িতে যান। এ সময় শিশুটিকে একা পেয়ে তিনি তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দিদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে নামে এবং একমাত্র এজাহারনামীয় আসামি দিদার উদ্দিনকে গ্রেপ্তার করে।
বর্তমানে গ্রেপ্তারকৃত দিদার পুলিশ হেফাজতে আছেন এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।