মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:১১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:১১:০৭ অপরাহ্ন
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে ছিলো কাভার্ডভ্যানটি। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেটকারে থাকা গোলাম সরোয়ার ও তার মেয়ে মুসকানের। আহত হন ৩ জন।

উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় সাগর নামেে আরও একজনের। মরদেহগুলো জোরারগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]