রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৪:৩১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৪:৩১:৪৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯), তিনি  মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে ও মোঃ আরিফ রায়হান হৃদয় (৩০), তিনি একই থানার ঘোষপাড়া এলাকার মোঃ রজব আলীর ছেলে।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গ্রেফতাকৃত আরকান উদ্দিন এবং আরিফ রায়হান হৃদয় গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি মিছিল হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনার আসামী। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরের আগে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]