মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:২৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:২৭:৪৫ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রার্থীরা বিকেল ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। বর্তমানে রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি - এই দুটি পদে মোট ৩২০ জন প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়। নির্বাচন কমিশনার জানান, মোট ১০২টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এই নির্বাচনে ওএমআর শিটে ভোট গ্রহণ করা হবে এবং মেশিনের মাধ্যমে গণনা করা হবে। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে মেশিনে ভোট গণনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

মোট ৮টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সিলেট ভবনে ভোট গণনা করা হবে বলে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, ডাকসু ও জাকসু নির্বাচনের চেয়েও কম সময়ে রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাকসুতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।

তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনি প্রচারনা শুরু হবে। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

এদিকে, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ৬টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]