নেত্রকোনায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৪:১৭ অপরাহ্ন
নেত্রকোনার কেন্দুয়ায় ‎বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে পাচারের চেষ্টাকালে চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সল্পকমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার নারীরা হলেন, কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের আলফা আক্তার (১৮), একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গ্গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) ও জামালপুরের মেলান্দহ থানার মৃত বছির উদ্দিনের মেয়ে বৃষ্টি আক্তার (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে জেলার কেন্দুয়ার সল্পকমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে একজন চীনা নাগরিকসহ দুজন স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার গ্রামেন্টসকর্মী কন্যা ও তার খালাতো বোন এবং তার বান্ধবী জামালপুরের এক কিশোরীকে নিয়ে আসেন।

পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিতে ওই নারীরা চীন চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে আসে। এখান থেকে রাতে ঢাকা চলে যাবে বলে পরিবারের লোকজনকে জানায়। ঢাকা গিয়ে পরে তারা কয়েকদিনের মধ্যেই চীন চলে যাবে বলেও জানায়। চীনা নাগরিকের সঙ্গে রুবেল মিয়া কন্যার বিয়ে হয়েছে বলে জানতে পেরে পরিবার ও উপস্থিত স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয়।

‎পরে স্থানীয় কয়েকজন বিয়ের কাগজপত্র চাইলে তারা মোবাইল ফোনে কিছু কাগজপত্র দেখায়। কাগজপত্রে অসঙ্গতির প্রমাণ পাওয়ায় স্থানীয়রা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ারকে মুঠোফোনে জানান।

‎পরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব রোববার রাত সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন কিশোরী ও একজন চীনা নাগরিকসহ পাঁচজনকে থানায় নিয়ে আসে।

আটক মো. ফরিদুল ইসলাম নিজেকে গ্রামেন্টস কর্মী পরিচয় দিলেও তার মোবাইল ঘেঁটে বাংলাদেশের বিভিন্ন এলাকার অসংখ্য কিশোরী মেয়েদের ছবি, বিভিন্ন নারীর ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, অর্থ লেনদেনের চ্যাটিং, হোয়াটসঅ্যাপে নারী পাচার করে কোটি টাকা ইনকাম করার তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করে পুলিশ।
‎
‎ভুক্তভোগী কিশোরীরা জানায়, তারা ঢাকা মালেক মিয়া নামে একজনের বাড়িতে থেকে গ্রামেন্টেসে চাকরি করেন। সেখান থেকে আরও দুই বান্ধবী এভাবে বিয়ে করে কিছুদিন আগে চলে গেছে নিশ্চিত হয়ে তারাও চীন চলে যাওয়া সিদ্ধান্ত নেন।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, চীনা নাগরিকসহ দুজন জনকে আটক করা হয়েছে। তিন নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]