যেভাবে ‘মাকামে মাহমুদ’ লাভ করবেন মহানবি (সা.)

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:১৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:১৯:৩৯ অপরাহ্ন
কেয়ামতের দিন মহানবি (সা.) কীভাবে ‘মাকামে মাহমুদ’ লাভ করবেন তা বর্ণিত হয়েছে সহিহ বুখারি ও সহিহ মুসলিমে সংকলিত এই হাদিসটিতে:

আনাস (রা.) থেকে বর্ণিত নবি (সা.) বলেছেন, কেয়ামতের দিন মুমিনরা হাশরের ময়দানে আটকে থাকা অবস্থায় ভীষণ চিন্তিত ও অস্থির হয়ে বলবে, যদি আমরা আমাদের রবের কাছে কারো মাধ্যমে সুপারিশ করাই, তাহলে হয়তো এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।

তারা সুপারিশের জন্য প্রথমে আদমের (আলায়হিস সালাম) কাছে যাবে বলবে, আপনি মানবজাতির পিতা। আল্লাহ নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছিলেন ও জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, ফেরেশতাদের দিয়ে সিজদাহ করিয়েছিলেন এবং সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছিলেন, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন, যেন তিনি আমাদের এ কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে প্রশান্তি দান করেন। আদম (আ.) বলবেন, আমি এ কাজের যোগ্য নই। তিনি নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার গুনাহের কথা স্মরণ করে বলবেন, বরং তোমরা নুহের (আ.) কাছে যাও।

তারা নবি নুহের (আ.) কাছে গেলে তিনিও তাদেরকে বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই। তার মনে পড়বে তিনি অজ্ঞতাবশত নিজের কাফের ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল ইবরাহিমের (আ.) কাছে যাও।

মুমিনরা ইবরাহিমের (আ.) কাছে গেলে তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই। তার মনে পড়বে তার তিনবার মিথ্যা কথা বলার কথা। (যা সাধারণ দৃষ্টিতে মিথ্যা মনে হলেও মূলত মিথ্যা কথা বা গুনাহের কাজ ছিল না। তবুও তিনি চিন্তিত হবেন।) তিনি বলবেন, তোমরা মুসার (আ.) কাছে যাও। তিনি আল্লাহ তা’আলার এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন। তার সাথে কথা বলেছেন এবং তাকে নৈকট্য দান করে হিকমার অধিকারী বানিয়েছেন।

মুমিনরা মুসার (আ.) কাছে গেলে তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই। তার মনে পড়বে, তিনি ভুল করে একজন ব্যক্তিকে মেরে ফেলেছিলেন। তিনি বলবেন, তোমরা বরং আল্লাহর বান্দা ও রাসুল এবং তার কালিমা ও রুহ ঈসার (আ.) কাছে যাও।

মুমিনরা ঈসার (আ.) কাছে গেলে তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই। তোমরা বরং মুহাম্মাদের (সা.) কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, আল্লাহ তাআলা যার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন।

এরপর তারা আমার কাছে আসবে। আমি তখন আমার রবের কাছে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব, আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব, আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন আমি সিজদায় থাকবো। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মাদ! মাথা ওঠাও। আর বল, তোমার কথা শোনা হবে। তুমি সুপারিশ কর, তা গ্রহণ করা হবে। আর প্রার্থনা কর, যা চাবে দেওয়া হবে।

তখন আমি মাথা ওঠাব এবং আমার রবের প্রশংসা-স্তুতি বর্ণনা করব যা তিনি সেই সময় আমাকে শিখিয়ে দেবেন। তারপর আমি সুপারিশ করব, কিন্তু এ ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে। আমি তখন আল্লাহর কাছ থেকে উঠে আসব এবং ওই নির্দিষ্ট সীমার লোকদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাব। তারপর আমি আবার ফিরে গিয়ে আমার রবের দরবারে তার কাছে হাজির হওয়ার অনুমতি চাইব, আমাকে অনুমতি দেয়া হবে। যখন আমি তাকে দেখব, তখনই তার উদ্দেশে সিজদায় পড়ে যাব এবং আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন সিজদায় পড়ে থাকব।

তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মাদ! মাথা ওঠাও। আর বল, তোমার কথা শোনা হবে। সুপারিশ কর, গ্রহণ করা হবে। আর তুমি প্রার্থনা কর, যাই চাবে, তা দেয়া হবে। তখন আমি মাথা ওঠাব এবং আমার রবের এমন প্রশংসা ও স্তুতি বর্ণনা করব, যা আমাকে তখন শিখিয়ে দেয়া হবে। এরপর আমি সুপারিশ করব, কিন্তু আমার জন্য এ ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করে দেয়া হবে। তখন আমি আমার রবের কাছ থেকে বের হয়ে আসব এবং ঐ নির্দিষ্ট লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাব।

তারপর তৃতীয়বার ফিরে গিয়ে আমার রবের কাছে উপস্থিত হওয়ার অনুমতি চাইব। আমাকে তার কাছে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি তাকে দেখেই সিজদায় পড়ে যাব এবং তিনি যতক্ষণ চান সিজদায় পড়ে থাকব। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মাদ! মাথা ওঠাও। বল, যা বলবে তা শোনা হবে। সুপারিশ কর, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। প্রার্থনা কর, যা প্রার্থনা করবে তা দেয়া হবে। তখন আমি মাথা তুলব এবং আমার রবের এমন প্রশংসা ও গুণকীর্তন করব, যা তিনি আমাকে ওই সময় শিখিয়ে দেবেন। তারপর আমি সুপারিশ করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করে দেবেন। তখন আমি তার সান্নিধ্য থেকে বাইরে আসব এবং আবার কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাব। অবশেষে কোরআন যাদেরকে আটকে রাখবে অর্থাৎ যারা কোরআনের ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী জাহান্নামী, তারা ছাড়া আর কেউ জাহান্নামে থাকবে না।

আনাস (রা.) বলেন, তারপর আল্লাহর রাসুল (সা.) পাঠ করলেন কোরআনের এ আয়াত, আপনার রব শীঘ্রই আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন। (সুরা বনি ইসরাইল: ৭৯) এবং বললেন, এটিই প্রতিশ্রুত ‘মাকামে মাহমুদ’। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]