উত্তরাখণ্ডে নদীর স্রোতে ভেসে গেলো ১০ শ্রমিক

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:২৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:২৩:৪৬ অপরাহ্ন
ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে অস্বাভাবিক বৃষ্টিপাতে নদীর পানি বেড়েছে। বৃষ্টির প্রভাবে নদীগুলোতে প্রচণ্ড বেগে পানি বইয়ে যাচ্ছে। এরমধ্যে সেখানকার টনস নদীতে ১০ শ্রমিক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিকদের ভেসে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে তারা একটি ট্রাক্টরের ওপর দাঁড়িয়ে আছেন। ট্রাক্টরটি নদীর মাঝ বরাবর জায়গায় অবস্থান করছিল। ওই সময় তারা বাঁচার জন্য চিৎকার করছিলেন। আশপাশে মানুষ জড়ো হলেও পানির স্রোত এত বেশি ছিল যে তাদের কিছু করার ছিল না। এরমধ্যে স্রোতের শক্তি বৃদ্ধি পেলে ট্রাক্টরসহ তারা ভেসে যান।

সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন সময় সেখানে ঘটল এমন মর্মান্তিক ঘটনা।

শ্রমিকরা ভেসে যাওয়ার সময় আশপাশের মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যান তারা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, এ শ্রমিকরা খনিতে কাজ করতেন। কিন্তু তারা কীভাবে নদীর মাঝে গেলেন সেটি এখনো জানা যায়নি।

বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের দেহরাদুন, মুসোরি এবং মালদেভা এলাকা অনেক জায়গার রাস্তাঘাট ভেঙে গেছে। এছাড়া দেহরাদুনের প্রেমনগরের একটি সেতু নদীর পানিতে ভেসে গেছে। সেখানে উদ্ধারকারীরা আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এরমধ্যে প্রায় ৪০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা।

পরিস্থিতি খারাপ হওয়ায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছেন। মোদি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিং ধামি। সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]