কুমার নদে স্পিডবোটে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:০১:০৫ অপরাহ্ন
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিনে স্পিডবোটে চড়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কয়েক কিশোর-তরুণ। এ সময় তারা রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বুধবার দুপুরে অন্তত আটজন কিশোর-তরুণকে স্পিডবোটে অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

জানা যায়, একই রাতে পুলিশের অভিযানের আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ট্রলারে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ উপস্থিত হলে তরুণরা সাঁতরে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদের প্রায় চার কিলোমিটার এলাকায় মহড়া চালিয়েছে।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, আমাদের পূজা উদযাপন শেষ হয়ে গেলেও প্রতিবছরই কিছু কিশোর-তরুণ এ ধরনের মহড়া দেয়। তবে অস্ত্র প্রদর্শনের বিষয়টি এবারই প্রথম দেখলাম।

ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই মত প্রকাশ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভিডিওতে স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়েছে। তবে অভিযুক্তদের কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]