কিয়ামতের দিন আকাশ ও পৃথিবীর অবস্থা নিয়ে হাদিসে যা বলা হয়েছে

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৪:২৩ অপরাহ্ন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন পৃথিবীকে মুষ্টিবদ্ধ করবেন ও আকাশমন্ডলীকে গুটিয়ে নিজের ডান হাতে রাখবেন।(বুখারি, হাদিস : ৪৫৪৩, ৭৪১২, মুসলিম, হাদিস : ২৭৮৭)

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমনভাবে (লিখিত) কাগজ-দলিল গুটিয়ে রাখা হয়। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে আবার সৃষ্টি করব। ওয়াদা আমি করেছি, তা আমি পূর্ণ করবই। (সুরা আম্বিয়া, আয়াত : ১০৪)

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। (সুরা যুমার, আয়াত : ৬৭)

কেয়ামতের দিন পৃথিবী আল্লাহর মুঠোতে থাকবে এবং আকাশ ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। আলেমগণের মতে আক্ষরিক অর্থেই এমনটি হবে। যার স্বরূপ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না।

এক হাদিসে বর্ণিত হয়েছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বরে উঠে খুতবা দিচ্ছিলেন। এ সময় তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন এবং বললেন : আল্লাহ তায়ালা আসমান ও জমিনকে (অর্থাৎ গ্রহসমূহকে) তার মুষ্ঠির মধ্যে নিয়ে এমনভাবে ঘুরাবেন যেমন শিশুরা বল ঘুরিয়ে থাকে এবং বলবেন : আমি একমাত্র আল্লাহ। আমি বাদশাহ। আমি সর্বশক্তিমান। আমি বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের মালিক। কোথায় পৃথিবীর বাদশাহ? কোথায় শক্তিমানরা? কোথায় অহংকারীরা? এভাবে বলতে বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনভাবে কাঁপতে থাকলেন যে, তিনি মিম্বারসহ পড়ে না যান আমাদের সে ভয় হতে লাগলো। (মুসলিম, হাদিস: ২৭৮৮)

আরেক হাদিসে বর্ণিত হয়েছে, ইহুদি এক আলেম এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন : হে মুহাম্মদ! আমরা আমাদের কিতাবে পাই যে, আল্লাহ তায়ালা আসমানসমূহকে এক আঙ্গুলে রাখবেন, জমিনসমূহকে অপর আঙ্গুলে রাখবেন, গাছ-গাছালিকে এক আঙ্গুলে রাখবেন, পানি ও মাটিকে এক আঙ্গুলে রাখবেন আর সমস্ত সৃষ্টিকে অপর আঙ্গুলে রাখবেন, তারপর বলবেন: আমিই বাদশাহ! তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ইহুদি আলেমের বক্তব্যের সমর্থনে এমনভাবে হাসলেন যে, তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আয়াত তেলাওয়াত করলেন। (বুখারি, হাদিস : ৪৮১১)

অপর এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন : আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসুল! কিয়ামতের দিন পুরো জমিন থাকবে তার হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। সেদিন ঈমানদারগণ কোথায় থাকবে? তিনি বললেন : হে আয়েশা! সিরাতের (পুলসিরাতের) উপরে থাকবে। (তিরমিজি, হাদিস : ৩২৪২)

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]