
হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিচ্ছেদের পরে কটাক্ষ ধেয়ে এসেছিল নাতাশা স্তানকোভিচের দিকে। ক্রিকেট তারকার অনুরাগীদের দাবি ছিল, নাতাশা নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। কিন্তু এ বার শোনা যাচ্ছে, বিবাহিত থাকাকালীন প্রতারণা করেছিলেন হার্দিকই।
বর্তমানে হার্দিক নাকি ২৪ বছর বয়সি অভিনেত্রী-মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই গুঞ্জনের মধ্যেই হার্দিকের পুরনো আর একটি সম্পর্কের কথা উঠে এসেছে। মাহিকার আগে ইংল্যান্ডের গায়িকা জেস্মীন ওয়ালিয়ার সঙ্গে দীর্ঘ দু’বছর সম্পর্কে ছিলেন হার্দিক। অর্থাৎ সময়সীমা হিসাব করলে দেখা যাচ্ছে, নতাশার সঙ্গে দাম্পত্যে থাকাকালীনও জেস্মীনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন ক্রিকেট তারকা।
কয়েক দিন আগে জেস্মীন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানেই তিনি জানান, তাঁর শেষ সম্পর্কের মেয়াদ ছিল দীর্ঘ দুই বছর। তখনই এক নেটাগরিক বিষয়টি তুলে ধরেন। জেস্মীনের শেষ সম্পর্ক ছিল হার্দিকের সঙ্গে। সেটির মেয়াদ দুই বছর হলে, ‘প্রতারক’ আসলে ক্রিকেট তারকাই, নাতাশা নয়। কারণ নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদই হয়েছে এক বছর আগে—২০২৪ সালের জুলাই মাসে।
সেই নেটাগরিক জেস্মীনের ভিডিয়োর মন্তব্যে লিখেছেন, “আপনি জানিয়েছেন, আপনার শেষ সম্পর্কের মেয়াদ ছিল দুই বছর। অর্থাৎ নাতাশার সঙ্গে বিচ্ছেদের অনেক আগে থেকেই আপনি ও হার্দিক সম্পর্কে ছিলেন। কারণ বিচ্ছেদ তো হয়েছে মাত্র এক বছর আগে।” এই মন্তব্য দেখে বাকি নেটাগরিকও মনে করছেন, হার্দিকই প্রতারণা করেছেন সম্পর্কে। এই মন্তব্য ‘লাইক’ করেছেন স্বয়ং জেস্মীনও।
হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পরে শরীরচর্চা প্রশিক্ষক অ্যালেক্সান্ডার অ্যালেক্সের সঙ্গে বেশ কয়েক বার ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন নাতাশা। তখন হার্দিকের অনুরাগীরা দাবি করেছিলেন, নাতাশা নতুন সম্পর্কে জড়িয়েছেন। পরে ক্রমশ প্রকাশ্যে আসে অ্যালেক্সান্ডার আসলে নাতাশার বন্ধু মাত্র।
বর্তমানে হার্দিক নাকি ২৪ বছর বয়সি অভিনেত্রী-মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই গুঞ্জনের মধ্যেই হার্দিকের পুরনো আর একটি সম্পর্কের কথা উঠে এসেছে। মাহিকার আগে ইংল্যান্ডের গায়িকা জেস্মীন ওয়ালিয়ার সঙ্গে দীর্ঘ দু’বছর সম্পর্কে ছিলেন হার্দিক। অর্থাৎ সময়সীমা হিসাব করলে দেখা যাচ্ছে, নতাশার সঙ্গে দাম্পত্যে থাকাকালীনও জেস্মীনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন ক্রিকেট তারকা।
কয়েক দিন আগে জেস্মীন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানেই তিনি জানান, তাঁর শেষ সম্পর্কের মেয়াদ ছিল দীর্ঘ দুই বছর। তখনই এক নেটাগরিক বিষয়টি তুলে ধরেন। জেস্মীনের শেষ সম্পর্ক ছিল হার্দিকের সঙ্গে। সেটির মেয়াদ দুই বছর হলে, ‘প্রতারক’ আসলে ক্রিকেট তারকাই, নাতাশা নয়। কারণ নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদই হয়েছে এক বছর আগে—২০২৪ সালের জুলাই মাসে।
সেই নেটাগরিক জেস্মীনের ভিডিয়োর মন্তব্যে লিখেছেন, “আপনি জানিয়েছেন, আপনার শেষ সম্পর্কের মেয়াদ ছিল দুই বছর। অর্থাৎ নাতাশার সঙ্গে বিচ্ছেদের অনেক আগে থেকেই আপনি ও হার্দিক সম্পর্কে ছিলেন। কারণ বিচ্ছেদ তো হয়েছে মাত্র এক বছর আগে।” এই মন্তব্য দেখে বাকি নেটাগরিকও মনে করছেন, হার্দিকই প্রতারণা করেছেন সম্পর্কে। এই মন্তব্য ‘লাইক’ করেছেন স্বয়ং জেস্মীনও।
হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পরে শরীরচর্চা প্রশিক্ষক অ্যালেক্সান্ডার অ্যালেক্সের সঙ্গে বেশ কয়েক বার ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন নাতাশা। তখন হার্দিকের অনুরাগীরা দাবি করেছিলেন, নাতাশা নতুন সম্পর্কে জড়িয়েছেন। পরে ক্রমশ প্রকাশ্যে আসে অ্যালেক্সান্ডার আসলে নাতাশার বন্ধু মাত্র।