বড় স্তন ও প্রশস্ত নিতম্বে আকৃষ্ট হয় পুরুষ ! কেন ?

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৩৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৩৪:০৩ অপরাহ্ন
কেন অনেক পুরুষ বড় স্তন ও প্রশস্ত নিতম্বের প্রতি আকৃষ্ট হন?

পুরুষরা বড় স্তন ও প্রশস্ত নিতম্বে আকৃষ্ট হয় মূলত মস্তিষ্কে ডোপামিন ও টেস্টোস্টেরন নিঃসরণের কারণে। এগুলো আনন্দ, উত্তেজনা ও যৌন আকর্ষণ বাড়ায়। বিবর্তনগতভাবে এসব বৈশিষ্ট্যকে সন্তান ধারণ ও লালন-পালনের সক্ষমতার প্রতীক ধরা হয়।

অনেক গবেষণায় দেখা গেছে, বড় স্তন (breast) ও প্রশস্ত নিতম্ব (hips) মহিলাদের সন্তান ধারণ ও দুধপান করানোর সক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয়।

আমাদের পূর্বপুরুষেরা এমন নারীদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি উপযোগী মনে করতেন।

এই কারণেই আজও অনেক পুরুষের কাছে এসব শারীরিক বৈশিষ্ট্য আকর্ষণীয় বলে মনে হয়।

প্রাণীজগতে একই প্রবণতা

পাখি: অনেক প্রজাতির পাখির পুরুষ রঙিন পালক, শক্তিশালী ডানা বা নির্দিষ্ট নাচ দেখে স্ত্রী নির্বাচন করে, আবার স্ত্রী পাখির শারীরিক গঠনও পুরুষকে আকর্ষণ করে।

হরিণ বা সিংহ: স্ত্রী প্রাণীর স্বাস্থ্যকর ও শক্তিশালী শরীর পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, কারণ সেটাই সুস্থ সন্তানের নিশ্চয়তা বহন করে।

এটা মনে রাখা জরুরি , নারীর সৌন্দর্য বা মূল্য শুধু শরীরের গড়নে সীমাবদ্ধ নয়।
ব্যক্তিত্ব, মনের সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও আচরণই আসল আকর্ষণের জায়গা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]