
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা বুনো শূকরের কামড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, শূকরটি গ্রামে ঢুকে পড়লে তাড়া করতে গিয়ে হামলার শিকার হন গ্রামবাসী। পরে লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে শূকরটিকে মেরে ফেলে।
শিবগঞ্জ ইউএনও মো. আজাহার আলি বলেন, বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যাতে বুনো শূকর ফসল ও মানুষের ক্ষতি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, শূকরটি গ্রামে ঢুকে পড়লে তাড়া করতে গিয়ে হামলার শিকার হন গ্রামবাসী। পরে লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে শূকরটিকে মেরে ফেলে।
শিবগঞ্জ ইউএনও মো. আজাহার আলি বলেন, বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যাতে বুনো শূকর ফসল ও মানুষের ক্ষতি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।