শিবগঞ্জে ঢুকে পড়ে ভারতীয় বুনো শূকর, কামড়ে আহত ৯

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৬:১৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৬:১৯:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা বুনো শূকরের কামড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, শূকরটি গ্রামে ঢুকে পড়লে তাড়া করতে গিয়ে হামলার শিকার হন গ্রামবাসী। পরে লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে শূকরটিকে মেরে ফেলে।

শিবগঞ্জ ইউএনও মো. আজাহার আলি বলেন, বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যাতে বুনো শূকর ফসল ও মানুষের ক্ষতি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]