সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৫:৫৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে আলিফ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের একটি পুকুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

নিহত আলিফ হোসেন উপজেলার চৌবাড়ী গ্রামের নিবাসী বাবু আকন্দের পুত্র এবং চৌবাড়ী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় আলিফ তার সহপাঠীদের সঙ্গে সাঁতার শেখার উদ্দেশ্যে উপজেলা সদরের ওই পুকুরে যায়। একটি টিউবের সাহায্যে সে সাঁতার কাটার অনুশীলন করছিল। পুকুরের মাঝামাঝি অবস্থানে পৌঁছালে হঠাৎ করেই তার হাত থেকে টিউবটি ফসকে যায়, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যেতে থাকে। তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তীতে খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুকুর থেকে আলিফকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিত সাহা জানান, দুপুর দেড়টার দিকে আলিফকে হাসপাতালে আনা হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও সহপাঠীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। একজন সম্ভাবনাময় কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো চৌবাড়ী গ্রামসহ সমগ্র উপজেলায় শোক বিরাজ করছে। এই ঘটনাটি শিশুদের সাঁতার শেখানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]