
ধামরাই উপজেলার একটি আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাত দেড়টার দিকে, উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায়।
নিহতরা হলেন—উপজেলার দেপাশাই এলাকার বাসিন্দা মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। আহতদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান ও মিজান, যাঁদের ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে পিকআপটি ধামরাইয়ের ধানতারা বাজারের দিকে যাচ্ছিল। বাজারে পণ্য সরবরাহ শেষে ফেরার পথে কান্দাপটল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নিহতরা হলেন—উপজেলার দেপাশাই এলাকার বাসিন্দা মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। আহতদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান ও মিজান, যাঁদের ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে পিকআপটি ধামরাইয়ের ধানতারা বাজারের দিকে যাচ্ছিল। বাজারে পণ্য সরবরাহ শেষে ফেরার পথে কান্দাপটল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’