জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৬:৫৩ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরপূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আউটার স্টেডিয়াম মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়। 

এ্যানি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। মূলত চরমোনাই পীর ফয়জুল করিম জাতীয় বেইমান। 

তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ১৯৮৬ ও ১৯৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার নিয়ে আসতে পারি। যেখানে দ্বিকক্ষ পার্লামেন্ট রয়েছে। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন। এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণিভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই উচ্চ কক্ষে যখন বসবে, তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহসহ ও আবুল খায়ের ভূঁইয়া  

সদর উপজেলা পূর্ব বিএনপির আহবায় কমাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। বক্তব্য রাখেন খালেদাজিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]