অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জাহ্নবী!

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৯:৫৯ অপরাহ্ন
বিআর অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিপাকে জাহ্নবী কপূর। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে তাঁর চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন অম্বেডকর প্রসঙ্গ। জাহ্নবীর বক্তব্য, অম্বেডকর সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন। এর পরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। প্রশ্ন উঠতে থাকে, সত্যি কতটা অম্বেডকর সম্পর্কে জানেন জাহ্নবী।

‘হোমবাউন্ড’ ছবিতে সুধা চরিত্রটি অম্বেডকরের সমর্থক। বাস্তবে অম্বেডকরের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী। অভিনেত্রী বলেন, “অম্বেডকর সমাজে এত কিছুর পক্ষে কথা বলেছেন এবং লড়াই করেছেন। সেগুলির সমর্থন করি আমি। তাঁকে কিছু কারণের জন্যই এই ভাবে সম্মান করা হয়। সমাজের জন্য তিনি যা কিছু করেছিলেন, তার সমর্থন করি আমি।”

এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে অম্বেডকরকে আরও ভাল ভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। জাহ্নবীর এই মন্তব্য শুনেই নেটাগরিকের দাবি, অম্বেডকরকে ভাল ভাবে চেনেনই না জাহ্নবী। এক নিন্দক বলেছেন, “কত কিছুই বললেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না। আসলে আপনি কিছুই জানেন না।” আরও একজন প্রশ্ন তুলেছেন, “আচ্ছা জাহ্নবী বলুন তো, অম্বেডকর সমাজের জন্য ঠিক কী কী করেছিলেন?”

‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করার পরে রাজনীতিতেও আগ্রহী হয়েছেন জাহ্নবী। এই ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক নীরজ ঘেয়ান। পরিচালকের জন্যই রাজনীতি নিয়ে তিনি নতুন করে ভাবছেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, “আমাকে এত গভীরে গিয়ে ভাবতে উৎসাহ দেওয়ার জন্য ওঁর কাছে আমি ঋণী হয়ে থাকব। চলচ্চিত্র, ইতিহাস ও রাজনীতি নিয়ে আমি সব সময়েই কৌতূহলী। এ ছাড়া, তিনি যে ভাবে মানুষকে সম্মান করেন এবং সবার সঙ্গে ওঁর আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। ওঁর সঙ্গে কাজ করা সত্যিই বিরাট প্রাপ্তি একজন অভিনেতার কাছে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]