
রাজশাহী মহানগরীর খানকাহ শরীফ মোড়ে একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে খানকাহ শরীফ মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রনিক্স দোকানে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দোকানে ঢুকে পড়ার সময় বিকট শব্দ হয় এবং ধুলোর আস্তরণে এলাকা ঢেকে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।
এ ঘটনায় দোকানের মালিক এবং একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে খানকাহ শরীফ মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রনিক্স দোকানে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দোকানে ঢুকে পড়ার সময় বিকট শব্দ হয় এবং ধুলোর আস্তরণে এলাকা ঢেকে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।
এ ঘটনায় দোকানের মালিক এবং একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।