পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:০১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:০১:১৬ অপরাহ্ন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের প্রতিনিধিদল পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেছেন।

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে করেন তারা। ইউজিসি প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইঁয়া, সহকারী পরিচালক মো: কামরুজ্জামান।

ইউজিসি প্রতিনিধিদলকে ক্যাম্পাসে স্বাগত জানান পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, সকল ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ল্যাব, লাইব্রেরী ও শ্রেণিকক্ষ ঘুরে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সেমিনার কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান, সদস্য ইঞ্জি. হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, আয়শা বেগম, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বগুড়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও বর্তমান অবস্থা সম্পর্কে প্রশংসা করে তারা উল্লেখ করেন, পুণ্ড্র ইউনিভার্সিটি একটি স্থায়ী ক্যাম্পাসে সব প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, সমাজের উন্নয়ন এবং জ্ঞানচর্চায় পুণ্ড্র ইউনিভার্সিটি দক্ষ ও যোগ্য জনগোষ্ঠি তৈরিতে ইতিবাচক অবদান রাখছে ও ভবিষ্যতেও রাখবে।

তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং এসব কার্যক্রম সুষ্ঠূভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনিভার্সিটিতে গবেষণা কার্যক্রমকে অধিক গুরুত্ব দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়কে শক্তভিত্তির উপর দাঁড় করানোর জন্য ইউজিসির সহযোগিতা সবসময় থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]