ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন হাসপাতালে

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৩:৩৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী সমাবেশ করায় আয়োজকদের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে হৃদয়, সাব্বির ও সাগর নামে ৩ যুবককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের রেলস্টেশন এলাকায় এ ঘটনা।

ভুক্তভোগীরা জানায়, পৌর শহরের পীরগঞ্জ রেলস্টেশনের আশপাশের এলাকায় ব্যাপকভাবে মাদকের বিস্তার লাভ করেছে। কয়েকজন মাদক ব্যবসায়ী দিন-রাত প্রকাশ্যে মাদক বিক্রি করছেন। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের বিস্তার রোধে স্টেশনপাড়ার কিছু যুবক জনসচেতনতা বাড়াতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দাবিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশনের পূর্ব পাশে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেন।

এতে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীলসহ অন্যরা সমাবেশে বক্তব্য দেন। 

সমাবেশ শেষে অতিথিরাসহ অন্যরা চলে গেলে আয়োজকদের ওপর হামলা চালায় এলাকার চিহ্নিত মাদক কারবারিরা। এতে বেশ কয়েকজন আহত হন। 

হামলার শিকার সাগর হোসেন জানান, কিছুদিন আগে তারা রেলস্টেশনের পশ্চিমে আরও একটি মাদকবিরোধী সমাবেশ করেন। সমাবেশের পর তখনও তাদের ওপর হামলা হয়েছিল। এ বিষয়ে তখন থানা প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। সেই ঘটনার ধারাবাহিকতায় এবারও তাদের ওপর হামলা করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। 

আহত হৃদয় জানান, তাদের ওপর হামলার ঘটনায় মাদক কারবারিরা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখনো হামলাকারী কোনো মাদক কারবারি গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হামলার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে মাদক কারবারিদের পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]