
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ্যকোচ ও লিটারবাহী খালি ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে যানাযায়.রবিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের মীরডাংঙ্গী টেকিয়া মহেশপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহণের একটি নৈশ্যকোচ (ঢাকা মেট্রো ব- ১৫৬৫৫১) ও সারিহা পরিবহনের (ঢাকা মেট্রো ঢ-১২৫৮২৭) একটি ট্রাক মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ট্রাকটি একটি ভ্যান গাড়ীকে সাইড দিতে গিয়েই এই সংঘর্ষর ঘটে। তবে কোচের কোন যাত্রী না থাকায় চালক আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য গাড়ি দুটি উদ্ধার করে রাস্তার পাশে নাথা থেকে হয়েছে।
স্থানীয় সুত্রে যানাযায়.রবিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের মীরডাংঙ্গী টেকিয়া মহেশপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহণের একটি নৈশ্যকোচ (ঢাকা মেট্রো ব- ১৫৬৫৫১) ও সারিহা পরিবহনের (ঢাকা মেট্রো ঢ-১২৫৮২৭) একটি ট্রাক মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ট্রাকটি একটি ভ্যান গাড়ীকে সাইড দিতে গিয়েই এই সংঘর্ষর ঘটে। তবে কোচের কোন যাত্রী না থাকায় চালক আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য গাড়ি দুটি উদ্ধার করে রাস্তার পাশে নাথা থেকে হয়েছে।