নিয়ামতপুরে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:২০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৩:২০:৩৭ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর)  সকালে উপজেলা সদরের তিনমাথা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে 'বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ' ও 'ইসলামী ব্যাংকের গ্রাহক' এর ব্যানারে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন , ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের কারণে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। তারা এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। পাশাপাশি দায়ী কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় এনে ইসলামী ব্যাংককে সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার আহ্বান জানান। 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]