কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৪ অপরাহ্ন
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালেেএ  সম্মেলন অনুষ্ঠিত হয়।

নারীপক্ষের উদ্যোগে ও সেতু’র আয়োজনে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, মিরপুর এবং দৌলতপুর উপজেলার দেড়শতাধিক তরুণ-তরুণী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন।

প্রথম পর্বে প্রদর্শিত তথ্যচিত্রে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার প্রকল্পের কার্যক্রম ও ‘তারুণ্যের কণ্ঠস্বর’ প্লাটফর্মের অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সালাম, উপ-পরিচালক জেলা পরিবার
পরিকল্পনা অধিদপ্তর, মোঃ মতিয়ার রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, আবু তৈয়ব মোঃ ইউনুস আলী জেলা শিক্ষা অফিসার, মোঃ সুজন রহমান, জেলা
কালচারাল অফিসার, মোঃ শামীম আহম্মেদ খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া সদর এবং মোছাঃ তানিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী, তারুণ্যের
কন্ঠস্বর প্লাটফর্ম, কুষ্টিয়া। আরও বক্তব্য রাখেন মোঃ সালাউদ্দীন খান, প্রধান শিক্ষক, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া, মোঃ নাজমুল হোসেন, উপ-সহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ প্রত্যয় বিন সাফী, প্রতিষ্ঠাতা, রিনিউ আর্থ, মোছাঃ আঁখি সুলতানা, উপজেলা সমন্বয়কারী, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম, মিরপুর, কুষ্টিয়া।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরী।
পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ করলে তারা সঠিক দিকনির্দেশনা পাবে।

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তবে সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্প সংশিষ্ট সবার কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি সমাজ
পরিবর্তনে যুবদের অব্যাহত উদ্যোগ প্রত্যাশা করেন এবং ভবিষ্যতেও প্রকল্পটি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার সদস্য আশিকুল ইসলাম তপু ও মোছাঃ রিমকি খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেতু’র সিনিয়র ব্যবস্থাপক আই.সি.টি সঞ্জয় কুমার বিশ্বাস ও ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের ফেলো মোঃ মিজানুর রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]