রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার

আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:০৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:০৮:৩০ অপরাহ্ন
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সমকাল সুহৃদের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্ব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) শাহমখদুম কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার বলেন, বিতর্ক শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি চিন্তার বিকাশের এক গুরুত্বপূর্ণ অনুশীলন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা তৈরি করতে বিতর্কের বিকল্প নেই।

প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি বলেন, প্রযুক্তি আমাদের পড়াশোনা ও জীবনকে সহজ করেছে, তবে একই সঙ্গে এটি নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে।” তিনি আরও বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে অসংখ্য অজানা বিষয় জানতে পারছে, যা নিঃসন্দেহে ইতিবাচক। তবে তিনি প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কমিয়ে দেয়। যারা প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য বজায় রাখতে পারে, তারাই ভবিষ্যতে প্রকৃত সফলতা অর্জন করবে।

দিনব্যাপী এই উৎসবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিজয়ীরা অংশ নেয়। চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্মকে যুক্তিবাদী ও সৃজনশীল চিন্তার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী। সমাপনী অনুষ্ঠানেও তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহমখদুম কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]