রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:৪৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:৪৭:১৪ অপরাহ্ন
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা নগরীতে সড়ক নিরাপত্তা বিষয়ক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে।

শনিবার সকালে নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা লক্ষীপুর মোড় সংলগ্ন মিন্টু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের কর্মসূচির পাশাপাশি সন্ধ্যার পরে নগরীর সিএন্ডবি মোড়ে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম ও সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও আসমানী খাতুন আখিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে বক্তারা সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট পরিধান এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]