অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী শিল্পা

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
অভিনেত্রী শিল্পা শিরোদকর একসময় বলিউডের জনপ্রিয় মুখ। অনেক বছর আগে আলো-আড়ম্বর থেকে দূরে সরে গিয়েছিলেন পরিবারকে সময় দিতে। প্রায় ১৩ বছর পর তিনি আবারও ফিরে আসেন পর্দায়। ‘বিগ বস ১৮’-এ তাঁর উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়।  কিন্তু এবার শিল্পা আলোচনায় অন্য কারণে অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁর করা এক আন্তরিক পোস্টের জন্য।

শনিবার, ১১ অক্টোবর, অমিতাভের জন্মদিনে শিল্পা তাঁর ইনস্টাগ্রামে দু’টি পুরনো ছবি শেয়ার করে এমন কিছু কথা লিখেছেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা। অতীতের সেই লেন্সবন্দি স্মৃতি দিয়েই বিগ বি-কে জানালেন বিশেষ দিনের শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘যাঁকে আমি একসময় ভক্ত হিসাবে বিয়ে করার চুপিচুপি স্বপ্ন দেখতাম, আর যাঁর সঙ্গে কাজ করে এত কিছু শিখেছি, সেই অমিতজিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেন আরও বহু বছর আমাদের পর্দা আলোকিত করে যান।’

এই পোস্টে শিল্পা শেয়ার করেছিলেন ১৯৯২ সালের জনপ্রিয় সিনেমা ‘খুদা গাওয়াহ’-র কিছু দৃশ্য, যেখানে তিনি অমিতাভ বচ্চন এবং শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন মুকুল এস. আনন্দ। সে সময় এই সিনেমা ছিল বিশাল হিট। আর অমিতাভ-শ্রীদেবীর জুটি দর্শকের মনে দাগ কেটেছিল।

এর আগেও শিল্পা ‘হম’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে ছিলেন রজনীকান্ত, গোবিন্দা, কিমি কাটকর-সহ আরও অনেকে। এই ছবিটি থেকেই অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে রজনীকান্তের বিখ্যাত তামিল সিনেমা ‘বাশা’ তৈরি হয়েছিল।

অমিতাভের প্রতি তাঁর এই সরল এবং স্নেহভরা ভালবাসা আবারও প্রমাণ করে, সময় যতই পেরিয়ে যাক না কেন — ভক্তের হৃদয়ে তাঁর অমিতাভ  আজও সেই অমলিন নায়ক। 

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন শিল্পা। তিনি শীঘ্রই ‘জাতাধারা’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করবেন, যেখানে তাঁর চরিত্রের নাম শোভা। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সুধীর বাবু এবং সোনাক্ষী সিনহা। জি স্টুডিওস ও এস কে জি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

কেরিয়ারের শীর্ষে থাকতেই শিল্পা বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান। তিনি ২০০০ সালে ব্যাংকার অপূর্বরঞ্জন শেনয়কে বিয়ে করেন এবং ধীরে ধীরে অভিনয়জীবন থেকে বিরতি নেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যখন মা হলাম, তখন বুঝেছিলাম আমার মেয়েই এখন আমার সবচেয়ে বড় কাজ।”

প্রায় ১৩ বছর তিনি পর্দা থেকে দূরে ছিলেন। সংসার এবং মেয়েকে ঘিরে জীবন গড়ে তোলেন। দীর্ঘ বিরতির পর শিল্পা ২০১৩ সালে টেলিভিশনে কামব্যাক করেন ‘এক মুটি আসমান’ নামের ধারাবাহিক দিয়ে। যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। এরপর তিনি ‘সেলিব্রিটি এক্সপ্রেস’ এবং ‘বিগ বস ১৮’এর

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]