কাজল-নূতনকে পিছনে ফেলে ফিল্মফেয়ারে রেকর্ড আলিয়ার!

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:১৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:১৯:৫৭ অপরাহ্ন
ফের ফিল্মফেয়ার পেলেন আলিয়া ভাট। ‘জিগরা’ ছবির জন্য জিতলেন সেরা অভিনেত্রীর খেতাব। এই নিয়ে ফিল্মফেয়ারের বেস্ট অ্যাকট্রেস ক্যাটেগরিতে ছ’বার জয়ের রেকর্ড গড়লেন অভিনেত্রী। ফলে কাজল এবং কিংবদন্তি অভিনেত্রী নূতনকে ছাড়িয়ে গেলেন তিনি, যাঁরা পাঁচবার করে এই পুরস্কার পেয়েছেন।

প্রায় প্রতি মনোনয়নেই ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর তালিকায় থাকেন। এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘গাল্লি বয়’ এবং ‘রাজি’, এই পাঁচটি ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ২০২৩ সালে ‘ডার্লিংস’ ছবির জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বেস্ট অ্যাকট্রেস (ওয়েব অরিজিনাল ফিল্ম) বিভাগেও জয়ী হন।

এদিকে, কাজল ও নূতনের পরই রয়েছেন মীনা কুমারী, মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালন, প্রত্যেকেই চারবার করে এই পুরস্কার জিতেছেন। তিনবারের জয়ীর তালিকায় আছেন বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমি। দুইবার করে ফিল্মফেয়ার পেয়েছেন ওয়াহিদা রহমান, ডিম্পল কাপাডিয়া, শ্রীদেবী, করিশ্মা কাপুর, ঐশ্বর্যা রাই, রানি মুখার্জি ও দীপিকা পাড়ুকোন।

গত রাতের ফিল্মফেয়ার ছিল তারকাখচিত। ১৩টি পুরস্কার জিতে নজর কাড়ে ‘লাপাতা লেডিস’। শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) বিভাগে যৌথভাবে পুরস্কার পান অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সমালোচক পছন্দের বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জেতেন যথাক্রমে রাজকুমার রাও ও প্রতিভা রান্না।

মঞ্চ কাঁপিয়ে দেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, কৃতি স্যানন, অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী। এদের মধ্যে অনন্যা ও সিদ্ধান্তের এটি ছিল ফিল্মফেয়ার মঞ্চে প্রথম পারফর্ম্যান্স।

প্রসঙ্গত, এখন আলিয়ার ঝুলিতে রয়েছে নতুন দুটি বড় প্রজেক্ট। প্রথমটি যশরাজ ফিল্মসের নারী-নির্ভর অ্যাকশন সিনেমা ‘আলফা’, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন শর্বরী। বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। এরপর দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে আলিয়ার বিপরীতে থাকবেন  রণবীর কাপুর ও ভিকি কৌশল। এই ছবি মুক্তি পাবে ২০২৬-এ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]