কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:৩২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:৩২:০৩ অপরাহ্ন
যে বস্তু অধিক পরিমানে নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমান ও হারাম স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে  মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের  বিরুদ্ধে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ অক্টোবর বাদ আছর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়, এতে কুষ্টিয়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন সমাজ ধ্বংসের নীরব ঘাতক মাদক পরিবারে অশান্তি আনে, তরুণ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করে অপরাধ, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার প্রধান কারণ, আল্লাহর সন্তুষ্টি হারায়, নরকের পথে ঠেলে দেয়,এসময় বক্তারা আরও বলেন

প্রিয় কুষ্টিয়াবাসী আপনারা অবগত আছেন যে, বিগত কয়েক বছর ধরে কুষ্টিয়াতে বাউল ফকির লালনের আখড়া বাড়িতে মেলার নামে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে মাদক সেবনের মহোৎসব চলে আসছে। যার ফলশ্রুতিতে যুব সমাজ ও আগামী প্রজন্ম বিপদগামী হচ্ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে বিপদগামী যুব-সমাজ চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি খুন-এর সাথে জড়িয়ে পরছে। এমতাবস্থায় কিশোর ও যুব-সমাজকে বাচাতে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে একজন সচেতন নাগরীক হিসেবে ধর্ম, বর্ণ দল-মত নির্বিশেষে প্রকাশ্যে মাদক সেবনের বিরুদ্ধে অবস্থান নিন।আপনারা আরও জানেন আগামী ১৭, ১৮,১৯ অক্টোবরে লালন তিরোধান দিবস অনুষ্ঠিত হব্র তবে সেসময় যদি লালন আখড়ায় কোন রকম মাদকের সেবন দেখি আমরা তাহলে চুপ করে বসে থাকবো না, তখন কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। 

মানববন্ধটিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন 
আল-খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান,বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবদুল লতিফ খান সহ অন্যনরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]