‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৫:০৬ অপরাহ্ন
বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবু দর্শক জনপ্রিয়তা কমেনি। চলতি বছর মুক্তি পেতে চলেছে হাউসফুল ফ্র্যাঞ্চাইসির পঞ্চম কিস্তি।

যা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে হাউসফুলের টিজার। টিজারে দেখা গেছে, প্রায় অর্ধেক বলিউডই যেন হাজির এ সিনেমায়! তবে এবার জানা যাচ্ছে, শুধু তারকাবহুলই নয়, বরং বলিউডের ইতিহাসে ভিন্ন এক চমক নিয়ে আসছে সিনেমাটি।
 
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, ‘হাউসফুল ৫’-এ একজন নয়, দুজন খুনি থাকবে।

তবে দুজনকে নিয়েই বড় টুইস্ট রয়েছে। জানা গেছে, দুই খুনি এক সঙ্গে দেখা যাবে না। দর্শকদের দুইবার সিনেমাটি দেখতে হবে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি দুটি ভার্সনে মুক্তি দেবেন।

একটি হলো ‘হাউসফুল ৫’ এবং অন্যটি ‘হাউসফুল ৫-এ’। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাউসফুল ৫-এ যদি খুনি ‘এক্স’ হয়, তাহলে হাউসফুল ৫-এ তে খুনি ‘ওয়াই’ হবে। দুটি ভার্সনেই পুরো সিনেমা একই রকম হবে। তবে শেষ ২০ মিনিটে দর্শকরা সম্পূর্ণ ভিন্ন টুইস্ট উপভোগ করবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুক মাই শো’তে সিনেমার দুটি ভার্সন আলাদাভাবে তালিকাভুক্ত করা হবে।

কোনো সিনেমা মুক্তির জন্য এটি একটি অভিনব কৌশল। এই কৌশলের ফলে দর্শকরা এটি নিয়ে আলোচনা করবেন। কারণ আলাদা আলাদা ভার্সন দেখা দর্শকদের জন্য খলনায়ক আলাদা হবে। 
 
জানা গেছে, এই অভিনব আইডিয়ায় চমকে গিয়েছেন বলিউডের অন্য প্রযোজকরাও। কারণ, এটা শুধুই মার্কেটিং নয়, দর্শককে একই সিনেমা দ্বিতীয়বার দেখাতে বাধ্য করার টেকনিক! সূত্রের দাবি, এই পরিকল্পনা নাকি বেরিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাথা থেকে। একই সিনেমা, অথচ আলাদা দুটি চূড়ান্ত চমক—একেবারে অপ্রত্যাশিত প্ল্যান!

তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত ‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন মুক্তি পাবে। এতে অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]