মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৯:০৭ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুরের পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও আওয়ামীলীগ পূণর্বাসনের বিরুদ্ধে ও ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে মানববন্ধন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১দিকে পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার গেইটের মেইন ফটকের সামনে পাঘা এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্ধের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের দ্রুত অপসারণের জন্য দাবি জানায় তারা। 

এসময় আলতাফ হোসনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী এবং ফজলে রাব্বী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার সব কিছুতে প্রভাব খাঁটিয়ে থাকেন। নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে পকেট কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। এছাড়াও স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসার নামীয় জমি লীজ প্রদান, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার অপসারণের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি। অথচ, একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুন্ন করার  জন্য এসব অপপ্রচার করছে। যার কোন ভিত্তি নেই।

পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা এডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম বলেন, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তিনি দাবি করেন যে,বিগত সময়ে বিএনপি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সকলের সর্ব সম্মতিক্রমে তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।  অথচ, একটি কু-চক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করে মব সৃষ্টির পায়তারা করছেন।

এবিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, বিষয়টি অবগত নয়। তবে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]