ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ফেয়ার ৫.০’ -এ অংশ নিল গার্ডিয়ান

আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:৪৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:৪৬:৪৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) আয়োজিত ‘ক্যারিয়ার ফেয়ার ৫.০’ - এ অংশগ্রহণ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দুই দিনব্যাপী এই আয়োজনে স্নাতক করছেন এমন শিক্ষার্থী, অনুষদ সদস্য, নিয়োগদাতা, শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ক্যারিয়ার ফেয়ারটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজনে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায়; এবং একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের জন্য ফেয়ারটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ফেয়ারের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২৭ ও ২৮ মে ফেয়ারটি অনুষ্ঠিত হয়। ফেয়ারে গার্ডিয়ান ছাড়াও ওয়ালটন, এপেক্স, দারাজ, বেঙ্গল গ্রুপ, সিঙ্গার, ক্রাউন সিমেন্ট ও নিউজিল্যান্ড ডেইরিসহ মোট ২৫টি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ফেয়ারটি ছিল চাকরির সুযোগ সম্পর্কে জানার এক চমৎকার উদ্যোগ। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান এবং বিভিন্ন শিল্পখাতের পেশাদারদের সঙ্গে মতবিনিময় করেন।

গার্ডিয়ান – এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ফারজানা কাদের বলেন, “গার্ডিয়ানে আমরা বিশ্বাস করি, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাথে এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রতিভাবানদের সাথে দেখা হওয়া আমাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। আমরা এমন মেধাবী তরুণদের সাথে কাজ করার সুযোগের অপেক্ষায় রয়েছি।” সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ক্যারিয়ার ফেয়ার ৫.০। চমৎকার এ আয়োজন চাকরির সুযোগ ও পেশাগত ক্ষেত্রে অর্থবহ যোগাযোগ তৈরির ক্ষেত্রে চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]