 
            বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা গত ২৩ অক্টোবর পালন করেছেন নিজের ৫০তম জন্মদিন। বয়সের অর্ধশতক পেরিয়েও অভিনেত্রীর সৌন্দর্য ও ফিটনেস দেখে কেউই সহজে বিশ্বাস করতে পারছেন না যে, তার বয়স সত্যিই ৫০। তবে এই জন্মদিনেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক- আসলে মালাইকার বয়স কত?
সামাজিক মাধ্যমে নেটিজেনরা দাবি তুলেছেন, মালাইকা নিজের বয়স নিয়ে নাকি রহস্য তৈরি করেছেন। কারণ উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, অভিনেত্রীর জন্ম ১৯৭৩ সালে। সেই হিসাবে ২০২৫ সালে তার বয়স ৫২ বছর হওয়ার কথা। অথচ ২০১৯ সালে মালাইকা নিজের ৪৬তম জন্মদিন উদযাপন করেছিলেন। তাহলে ছয় বছর পর তার বয়স ৫০ হলো কীভাবে- সেই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
তবে জন্মদিনে বোন অমৃতা অরোরা ইনস্টাগ্রামে লিখেছেন, গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।
এই মন্তব্যের পর নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। কেউ কেউ বলছেন, মালাইকা বয়স লুকোন না, বরং সময়কেও হার মানিয়েছেন নিজের ফিটনেস ও গ্ল্যামারে।
অভিনেত্রী নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষের সমস্যা আসলে আমার বয়স নিয়ে নয়, বরং আমার বয়সের সঙ্গে যে ঔজ্জ্বল্য বাড়ছে, সেটি নিয়েই।
            সামাজিক মাধ্যমে নেটিজেনরা দাবি তুলেছেন, মালাইকা নিজের বয়স নিয়ে নাকি রহস্য তৈরি করেছেন। কারণ উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, অভিনেত্রীর জন্ম ১৯৭৩ সালে। সেই হিসাবে ২০২৫ সালে তার বয়স ৫২ বছর হওয়ার কথা। অথচ ২০১৯ সালে মালাইকা নিজের ৪৬তম জন্মদিন উদযাপন করেছিলেন। তাহলে ছয় বছর পর তার বয়স ৫০ হলো কীভাবে- সেই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
তবে জন্মদিনে বোন অমৃতা অরোরা ইনস্টাগ্রামে লিখেছেন, গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।
এই মন্তব্যের পর নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। কেউ কেউ বলছেন, মালাইকা বয়স লুকোন না, বরং সময়কেও হার মানিয়েছেন নিজের ফিটনেস ও গ্ল্যামারে।
অভিনেত্রী নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষের সমস্যা আসলে আমার বয়স নিয়ে নয়, বরং আমার বয়সের সঙ্গে যে ঔজ্জ্বল্য বাড়ছে, সেটি নিয়েই।
