লালপুরে মহিলা সমাবেশে গণজোয়ার

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০২:৫৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০২:৫৭:৪১ অপরাহ্ন
নাটোরের লালপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘নারীর জাগরণ মঞ্চের উদ্যোগে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের  আহবায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ  সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

আয়োজিত  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, “নারীদের ঘরে-বাইরে সমান মর্যাদা নিশ্চিত করতে লালপুর-বাগাতিপাড়ায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারী যদি একবার নিজে জাগে, তাকে কেউ থামাতে পারবে না”, মন্তব্য করে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “যে দেশে অর্ধেক ভোটার নারী, সে দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। আজ লালপুরের হাজারো নারী একত্রিত হয়ে জানিয়ে দিচ্ছেন-তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’ ও ‘কৃষক কার্ড’। এর মাধ্যমে প্রতিটি পরিবার সামাজিক সুরক্ষা পাবে। কৃষকরা পাবে ফসলের ন্যায্যমূল্য ও সহজ ব্যাংক ঋণ ও বীমা সুবিধা। আর স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আবেগভরে বলেন, “ভাইয়া, আপনি দেখে যান-লালপুরের নারীরা জেগে উঠেছে। তারা আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। আমরা বিএনপিকে জয়যুক্ত করে আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। যেন এই দেশ আপনার মতো এমন সন্তান পায়, যারা হবে জাতির সম্পদ।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]