স্বস্তিকার এই ৬ ডিজাইনে আপনিও হবেন বিয়েবাড়ির শো স্টপার

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:০৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:০৩:৩০ অপরাহ্ন
বিয়ের মরশুম শুরু হল বলে। চিন্তা কার বিয়েতে কেমন করে সাজবেন, বন্ধুর রিসেপশনে কী পরবেন বা এনগেজমেন্টে ব্লাউজের ডিসাইন কেমন হবে। পাশাপাশি যাঁরা বিয়ে করছেন সামনে, তাঁরাও সকলের চেয়ে একটু আলাদা দেখতে চান বিশেষ দিনগুলোতে। 

শাড়ি যেমনই হোক, ব্লাউজে বাজিমাত করেন মহিলারা, তা যে কেউ একবাক্যে স্বীকার করবেন। মন মতো ব্লাউজ না হলে মন খারাপ অবধারিত, সাজটাই কেমন ফিকে থেকে যায়।

বিশেষ বিশেষ দিনে নিজেকে একদম অন্যরকমভাবে সাজাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্লাউজের ডিসাইন থেকে আইডিয়া নিতে পারেন। সেলেব ইনস্পায়ার্ড লুকে স্পটলাইট থাকবে আপনার উপরই। 

সিল্কের শাড়ির সঙ্গে ঠিক কী পরবেন, সেই নিয়ে বিস্তর সংশয় কম-বেশি থাকে। প্রিন্টেড শাড়ির সঙ্গে অনেকেই ঠিকমতো ব্লাউজ পেয়ার করতে পারেন না। বিয়ে বাড়ির মরশুমে এমন ভারী কাজের শাড়ির সঙ্গে স্বস্তিকার মতো সলিড ডিপ নেক ব্লাউজ পরতে পারেন। এভাবে সাজলে সাবেকিয়ানা বজায় থাকবে, লাগবেও দুর্দান্ত।

সাদা সেল্ফ কাজের শাড়ি-ব্লাউজ খুবই জনপ্রিয় কিন্তু অনেকেই ঠিকমতো সাজতে পারেন না। এভাবে মিনিমালিস্ট লুক ক্রিয়েট করতে পারেন, লাগবে দুর্দান্ত। এমন ডিপ ভি নেক ব্লাউজ তো ট্রেন্ডেই আছে।

স্বস্তিকা মানেই নজরকাড়া সাজগোজ আর গতে বাধা সাজের বাইরে কিছু। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ছোট চুলের সঙ্গে মানানসই গয়না ও ব্লাউজের কাট বেছে নিয়েছেন অভিনেত্রী। এখানেও পরেছেন ডিপ ভি নেক।

ব্যাকে দুর্দান্ত কাজ, একদম অন্যরকম। বিয়েবাড়িতে সকালে পরার জন্য পারফেক্ট। এই ব্লাউজ অবশ্যই প্যাডেড বানান, যেকোনও শাড়ির সঙ্গে লাগবে ভাল।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই লুক নিজের বিয়ের রিসেপশনে একটু এদিক ওদিক করে ক্রিয়েট করতে পারেন। প্রিন্সেস কাট বেল্ট ব্লাউজ, লাগবে একদম অন্যরকম।

স্কোয়্যার রাউন্ড নেক ব্লাউজ, লুস স্লিভ, একদম হটকে। যেকোনও ফেব্রিকের শাড়ির সঙ্গে স্টাইল করতে পারেন, লাগবে দুর্দান্ত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]