ইকুয়েডরে পুল হলে বন্দুকধারীদের গুলি, অন্তত পাঁচ জন নিহত

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৬:৫৫ অপরাহ্ন
ইকুয়েডরে একটি পুল হলে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) একটি মাদক চক্র এই রক্তাক্ত সহিংসতা ঘটিয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, সান্তো ডোমিঙ্গো অঞ্চলে অবস্থিত পুল হলটিতে তিন জন ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি চালায়।

স্থানীয় সংবাদমাধ্যম আলফা ও ওমেগাকে ওই কর্মকর্তা জানিয়েছেন, নিহত পাঁচ জনের বাইরে আরও একজন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে সান্তো ডোমিঙ্গোর পুল হলে একই রকম হত্যাকাণ্ড ঘটেছে।

ইনসাইট ক্রাইম থিঙ্ক ট্যাঙ্কের মতে, বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত ইকুয়েডর ক্রমবর্ধমান গ্যাং সহিংসতার কবলে পড়েছে। একসময়ের শান্তিপূর্ণ ইকুয়েডর এখন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ হত্যার হারের দেশে পরিণত হয়েছে।

ইকুয়েডোরান অবজারভেটরি অন অর্গানাইজড ক্রাইম-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথমার্ধে, গত বছরের একই সময়ের তুলনায় হত্যার সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]