ছেলেরা যা পারেননি, সেটাই করেছেন মেয়েরা

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:৫১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:৫১:২০ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে গতকাল বুধবার প্রথম সেমিফাইনালটা সাউথ আফ্রিকার জন্য ছিল দুটো হিসাব মিলানোর। এর একটি প্রতিশোধের, অন্যটি আক্ষেপ পূরণের।

প্রতিশোধ বলতে, এবারের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে আগে ব্যাটিং করে মোটে ৬৯ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা শেষ পর্যন্ত হেরেছিল ১০ উইকেটে। একই ভেন্যু গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে সেই ইংলিশদের মুখোমুখিই হয়েছিলেন লরা ভালভার্টরা।

আরে আক্ষেপ বলতে, এর আগে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আরও তিনবার সেমিফাইনাল খেললেও কখনো ফাইনালে ওঠা হয়নি সাউথ আফ্রিকার।

গতকাল দুটো হিসাবই মিলিয়েছেন লরা ভালভার্টরা। ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে একদিকে যেমন প্রতিশোধ নেওয়া হয়েছে, অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা।

দেশটির ছেলেদের জাতীয় দল এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে উঠতে ফাইনালে উঠতে পারেনি, সেখানে মেয়েরা সে কীর্তিতে নাম লেখাল। আর সে কীর্তি গড়ার পথে বেশ কিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। নিচে কয়েকটি রেকর্ড উল্লেখ করা হলো: 

১- আগেই বলা হয়েছে, ছেলে বা মেয়ে দলের ইতিহাসে এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল সাউথ আফ্রিকা। এর আগে তিনবার সেমিফাইনাল খেলে তিনবারই হেরেছে মেয়েদের দল। আর ছেলেদের দল আটবার ওয়ানডে বিশ্বকাপের শেষ চার খেললেও কখনো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

৩- সব মিলিয়ে এটি সাউথ আফ্রিকার মেয়েদের দলের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে)। ২০২৩ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা সাউথ আফ্রিকার দুবারই স্বপ্নভঙ্গ হয়েছে।

৬- ষষ্ঠ দল হিসেবে মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় বিশ্বকাপের ফাইনালে উঠল সাউথ আফ্রিকা। এর আগে এ তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

৩১৯- গতকাল গুয়াহাটিতে আগে ব্যাটিং নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৯ রান তোলে সাউথ আফ্রিকা। যা ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দলটির সর্বোচ্চ ও সব মিলিয়ে তাঁদের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। আর সব দল মিলিয়ে বিশ্বকাপের নক আউটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এ তালিকায় সবার ওপরে ২০২২ সালের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা অস্ট্রেলিয়ার ৩৫৬ রান।

১৬৯- সাউথ আফ্রিকাকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার পথে একাই ১৬৯ রানের ইনিংস খেলেছেন দলটির অধিনায়ক লরা ভালভার্ট, যা বিশ্বকাপে সাউথ আফ্রিকার ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনংস। এছাড়া বৈশ্বিক টুর্নামেন্টে এটি সাউথ আফ্রিকার মোটে চতুর্থ সেঞ্চুরি। আর সবদেশ মিলিয়ে অধিনায়কদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

তবে দুটো জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন ভালভার্ট। অধিনায়ক হিসেবে এর আগে কেউই বিশ্বকাপের ণকআউটে সেঞ্চুরি করতে পারেননি। শুধু তাই নায়, প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের ওয়ানডেতে দুবার ১৫০ রানের বেশি করলেন তিনি।

০,০,০- রান তাড়ায় নেমে গতকাল ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিনজনই ডাক মেরেছেন। ইংলিশদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম শুরুর তিন ব্যাটসম্যানই রানের খাতা খোলার আগে আউট হলেন।

ইংল্যান্ড যখন তৃতীয় উইকেট হারালো, তখন তাদের স্কোরবোর্ডে মোটে ১ রান। মেয়েদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় উইকেট পতনের সময় যৌথভাবে এটি সর্বনিম্ন রান। এর আগে দুবার ১ রানে ৩ উইকেট হারিয়েছিল কোনো দল (নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা)।

১/৩- ১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১০৭ রান পায় ইংল্যান্ড। ছেলে বা মেয়েদের ক্রিকেট মিলিয়ে শত রানের জুটির আগে কোনো দলের তৃতীয় উইকেট হারানোর সময় এটিই সর্বনিম্ন রান। এর আগে ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ৩ উইকেট হারানোর পর কোহলি ও লোকেশ রাহুল ১৬৫ রানের জুটি গড়েছিলেন।

৫/২০- মারিজান কাপ গতকাল ২০ রানে ৫ উইকেট নিয়েছেন, সাউথ আফ্রিকার হয়ে মেয়েদের বিশ্বকাপে এটি সেরা বোলিং পারফরম্যান্স। আর সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে মেয়েদের বিশ্বকাপের নক আউটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]