রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বাংলাদেশ সেনাবাহিনী

আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:৪২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:৪২:১৪ অপরাহ্ন
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সাধারণ মানুষজন স্বতঃস্ফ‚র্তভাবে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি।

এর আগে রাজশাহীর তেরখাঁদিয়া স্টেডিয়ামে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন সেনাবাহিনী, সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তারা গর্বিত। এটি একটি মানবিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষজন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]