সলংগায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার

আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:৩৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:৩৭:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), সদর কোম্পানি সিরাজগঞ্জ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সলংগা থানার দবিরগঞ্জ গ্রামে পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ছোট ঘর থেকে ৯৪ দশমিক ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত শিবলিঙ্গটির বেসসহ দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং প্রস্থ ৩৪ ইঞ্চি। এটি দেশের ভেতর থেকে বিদেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), পিতা মৃত সাইদুর রহমান, সাং ভেংরী;
মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা মৃত হারুন অর রশিদ, সাং দবিরগঞ্জ;
মোঃ কফিল উদ্দিন (৪৮), পিতা মোঃ আবুল কাশেম, সাং দবিরগঞ্জ।
তিনজনই সলংগা থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কষ্টি পাথরের শিবলিঙ্গ বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]