লালপুরে উন্মুক্ত বাজেট ঘোষনা

আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৬:২৩:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৬:২৩:৪৫ অপরাহ্ন
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলাম, লালপুর ও এবি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯মে) সকালে কদিমচিলান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছারুল ইসলামের সভাপতিত্বে অত্র ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান উক্ত বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উজ্জ্বল কুমার পাল, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কদিমচিলান ইউনিয়ন পরিষদ বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আয় ১কোটি ৬৬লক্ষ্য ৭৭ হাজার ৮১৫টাকা । মোট রাজস্ব ব্যায় ১কোটি ৬৬ লক্ষ্য ২৯ হাজার ৫৯৫ টাকা। উদ্বৃত্ত ৪৮ হাজার ২২০টাকা।

লালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশের সভাপতিত্বে অত্র ইউনিয়ন পরিষদের সচিব সেলিম রেজা উক্ত বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সেলিম রেজা সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

লালপুর ইউনিয়ন পরিষদ বাজেট ২০২৫-২০২৬ অর্থ বছরের মোট রাজস্ব আয় ২কোটি ৬৬ লক্ষ্য ৯ হাজার ৬২২টাকা। মোট রাজস্ব ব্যায়  ২কোটি ৬৩ লক্ষ্য ৪৮ হাজার ৫২৪টাকা।  উদ্বৃত্ত ২লক্ষ্য ৬১ হাজার ৯৮ টাকা।

এছাড়াও বুধবার (২৮মে) এবি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা আসলামের সভাপতিত্বে অত্র ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম উক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন এবি ইউনিয়ন পষিদের ট্যাগ অফিসার গোলাম রাব্বানী, ইউপি সদস্য রেজাউল করিম, মূসা সরাকার প্রমুখ। 

এবি ইউনিয়ন পরিষদ বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আয় ১কোটি ৮৮লক্ষ্য ১৪ হাজার ৮৭৬টাকা । মোট রাজস্ব ব্যায় ১কোটি ৮৬ লক্ষ্য ৩৪ হাজার ৫৩৬ টাকা। উদ্বৃত্ত ১ লক্ষ্য ৮০ হাজার ৩৪০টাকা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]