প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক, আইজিপি বাহারুল আলম

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:২১:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:২১:১৩ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সের পিওএম সভাকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। 

রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই পরিদর্শনকালে আইজিপি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এবং আরএমপির ট্রেনিং স্কুলের তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ব্যাচের কার্যক্রম পরিদর্শনের সময় আইজিপির সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি সহ আরএমপি, রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক।

আইজিপি আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচনকে একটি সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, এই নির্বাচনই অতীতের ভুল সংশোধনের এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ।

এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। আইজিপির এই সফর ও দিকনির্দেশনা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]