ভালবাসা, বিচ্ছেদ আর প্রতারণা, রিয়্যালিটি শো-তে মুখোমুখি করণ-জেনিফার!

আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৫৩:০৩ অপরাহ্ন
তাঁদের বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে অনেকটা সময়। পরস্পরের মুখোমুখিও হননি এই দু'জন। যদিও পর্দায় জুটি হিসাবে তাঁরা দারুণ জনপ্রিয় ছিলেন দর্শকমহলে। তবে জোর খবর, এক যুগ পর ফের একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন টেলিভিশনের প্রাক্তন জুটি—জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার! একথা শুনেই টেলি-প্রেমীরা দম বন্ধ করে অপেক্ষা করছেন। ‘দ্য ট্রেইটরস’ নামের একটি নতুন রিয়্যালিটি শো নিয়ে এই হইচই। করণ জোহর প্রযোজিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার গেম শো নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। এবং সেই উত্তেজনায় ঘি ঢেলেছে এই দুই তারকার সম্ভাব্য ‘রিইউনিয়ন’।

আন্তর্জাতিক জনপ্রিয় ফর্ম্যাটে তৈরি এই শোয়ে থাকবেন মোট ২০ জন নামী তারকা। যেখানে ঘোরাফেরা করবে চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর মস্তিষ্ক ঘামানো স্ট্র্যাটেজির ছায়া। অংশগ্রহণকারীদের তালিকায় জেনিফার ও করণ ছাড়াও জল্পনায় রয়েছেন—রাজ কুন্দ্রা, র্যা পার রাফতার, ইনফ্লুয়েন্সার অপূর্ব মাখিজা, কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি, উরফি জাভেদ, করণ কুন্দ্রা এবং অভিনেত্রী জাসমিন ভাসিন।

২০০৯ সালে ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন জেনিফার ও করণ। তাদের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। সেই প্রেমই গড়ায় বাস্তবে, ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু, মাত্র দু’বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক—২০১৪ সালে বিচ্ছেদ। তারপর করণ নতুন জীবন শুরু করেন অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। আর জেনিফার নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর একসিরিজ , ধারাবাহিকে।

জেনিফার-করণের  তাঁদের ব্যক্তিগত ইতিহাস, জনপ্রিয়তা এবং পারস্পরিক কেমিস্ট্রি মিলিয়ে এই জুটি ফের একসঙ্গে পর্দায় মানেই দর্শকদের জন্য সোনায় সোহাগা। আর এইবার সেটা হতে চলেছে এমন এক শো-তে, যেখানে বিশ্বাস আর প্রতারণার মাঝখানে দুলবে সব সম্পর্ক। তাই বলাই যায়, এই রিইউনিয়ন শুধু টিআরপি-তে নয়, আবেগেও ভাসাবে দর্শকদের।

দর্শকদের চোখ এখন করণ জোহরের এই সাইকোলজিক্যাল থ্রিলার রিয়্যালিটি গেম শো-এর দিকেই। রসায়ন, রণনীতি আর রহস্যে ভরা এই ‘ট্রেইটরস’ কতটা উত্তেজনা ছড়াবে, সেটাই দেখার!

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]