
‘গুড নিউজ’ আর ‘জুগ জুগ জিও’র পর ফের পরিচালক রাজ মেহতার হাত ধরে আসছে বলিউডের আরও একটি বড়সড় হেভিওয়েট প্রজেক্ট। আর এ বার করণ জোহরের প্রযোজনায় সেই ছবির মুখ্য জুটি টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর ! একেবারে নতুন জুটি, নতুন কেমিস্ট্রি, আর তারসঙ্গে এক হাই-ভোল্টেজ প্রেম আর প্রতিশোধের গল্প।
খবর, রাজ মেহতা বেশ কিছুদিন ধরেই এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছিলেন। একটা স্ট্রং রিভেঞ্জ-অ্যাকশন থিমের মধ্যে প্রেমের আবেগ ঢেলে বানিয়েছেন এমন একটা প্লট, যার জন্য তিনি চেয়েছিলেন এক ফ্রেশ জুটি। সেই পরিকল্পনা মতো টাইগার আর জাহ্নবীকে গল্পটা শোনাতেই, দু’জনেই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।
সূত্র বলছে, অনেক নাম ঘুরে টিম শেষমেশ বেছে নেয় ‘লগ যা গলে’ এই নামের মধ্যেই প্রেম, যন্ত্রণা, ভাঙন আর প্রতিশোধের ব্যথা সব একসঙ্গে গুঁজে দেওয়া। এই ছবি রিভেঞ্জ ড্রামা হলেও ঠাসা থাকবে অ্যাকশনে, জানাচ্ছে ছবি ঘনিষ্ঠ এক সূত্র। কিন্তু তার মাঝেও থাকবে একটা নিপাট প্রেমের গল্পের ছোঁয়া।”
ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে অক্টোবর থেকে। টাইগার যখন ‘বাগী ৪’-এর প্রচার শেষ করবেন আর জাহ্নবী ‘সানি সংস্কারী কী তুলসিকুমারী’-র প্রচার শেষ করবেন মোটামুটি সেই একই সময়ে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে বিগ-স্ক্রিন অ্যাকশন ব্লকবাস্টার রূপে সাজাতে কোমর বেঁধে নেমে পড়েছে।
টাইগারের জন্য থাকবে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, যেখানে দুরন্ত সব স্টান্ট আর ভিজুয়াল স্টাইলিং দুটোরই ছাপ থাকবে। অন্যদিকে জাহ্নবীর চরিত্রেও থাকবে গভীর আবেগ, লড়াই।
খবর, রাজ মেহতা বেশ কিছুদিন ধরেই এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছিলেন। একটা স্ট্রং রিভেঞ্জ-অ্যাকশন থিমের মধ্যে প্রেমের আবেগ ঢেলে বানিয়েছেন এমন একটা প্লট, যার জন্য তিনি চেয়েছিলেন এক ফ্রেশ জুটি। সেই পরিকল্পনা মতো টাইগার আর জাহ্নবীকে গল্পটা শোনাতেই, দু’জনেই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।
সূত্র বলছে, অনেক নাম ঘুরে টিম শেষমেশ বেছে নেয় ‘লগ যা গলে’ এই নামের মধ্যেই প্রেম, যন্ত্রণা, ভাঙন আর প্রতিশোধের ব্যথা সব একসঙ্গে গুঁজে দেওয়া। এই ছবি রিভেঞ্জ ড্রামা হলেও ঠাসা থাকবে অ্যাকশনে, জানাচ্ছে ছবি ঘনিষ্ঠ এক সূত্র। কিন্তু তার মাঝেও থাকবে একটা নিপাট প্রেমের গল্পের ছোঁয়া।”
ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে অক্টোবর থেকে। টাইগার যখন ‘বাগী ৪’-এর প্রচার শেষ করবেন আর জাহ্নবী ‘সানি সংস্কারী কী তুলসিকুমারী’-র প্রচার শেষ করবেন মোটামুটি সেই একই সময়ে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে বিগ-স্ক্রিন অ্যাকশন ব্লকবাস্টার রূপে সাজাতে কোমর বেঁধে নেমে পড়েছে।
টাইগারের জন্য থাকবে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, যেখানে দুরন্ত সব স্টান্ট আর ভিজুয়াল স্টাইলিং দুটোরই ছাপ থাকবে। অন্যদিকে জাহ্নবীর চরিত্রেও থাকবে গভীর আবেগ, লড়াই।