রংপুর রেঞ্জে ডিআইজির লালমনিরহাট সদর থানা পরিদর্শন

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৭:১১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৭:১১:০৮ অপরাহ্ন
রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম লালমনিরহাট সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।

সোমবার সকাল ৯টায় ডিআইজি আমিনুল ইসলাম লালমনিরহাট সদর থানায় পৌঁছালে জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান। এ সময় পুলিশের একটি দল ডিআইজিকে 'গার্ড অফ অনার' প্রদান করে।

পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পর্যালোচনা করেন। তিনি থানার অস্ত্রাগার এবং হাজতখানাও পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

এই দ্বি-বার্ষিক পরিদর্শনে লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]