রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১১:২১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ১১:২১:১৭ অপরাহ্ন
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনা ও বগী আওয়াজের অবসান ঘটিয়ে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। তিনি বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ছোট ভাই।

এদিকে মনোনয়ন ঘোষণার পর পরই উপজেলা বিএনপির নেতা ও কর্মী-সমর্থকগণের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনপদের মানুষের প্রাণের একটাই দাবি ছিল সেটা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার থেকে প্রার্থী দেয়া। শরিফ উদ্দিনের মাধ্যমে সেটা পুরুণ হলো। এতে তারা বিএনপির নীতিনির্ধারণী মহলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে নীতিনির্ধারণী মহলের নির্দেশনা থাকায় কোথাও কোনো উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করা হয়নি। স্থানীয় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগী ও কুশল বিনিময় করছেন।

তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন, স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নাম ঘোষণা করেন।

কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণার পরপরই নেতাকর্মীদের কোথাও কোনো মিষ্টি বিতরণ বা জনবহুল মোড়ে উল্লাস করতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন,মনোনয়ন যে কেউ চাইতে পারে, তবে এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এবিষয়ে তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, এ মনোনয়ন তানোর-গোদাগাড়ী মানুষের ভাগ্য উন্নয়নের মনোনয়ন। ব্যারিস্টার আমিনুল হক পরিবার বিএনপি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের দেশনায়ক, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এ কথা প্রমাণ করেছেন। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় ঘটাতে কাজ করতে হবে।

এবিষয়ে বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা বলেন, শরিফ উদ্দিনকে মনোনয়ন দেয়া এই জনপদের মানুষের আশা-আকঙ্খার প্রতি ফলন ঘটেছে। তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন বলেন,তানোর-গোদাগাড়ীর মানুষের একটি আশা পুরুন হয়েছে।তিনি বলেন,আমরা দেশের মধ্যে সব চাইতে বেশী ভোটের ব্যবধানে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে বিজয়ী করতে চাই।তিনি বলেন,বিএনপি সরকার গঠন করবে এবং মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে মন্ত্রীসভায় দেখতে পাবো ইনশাল্লাহ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]