বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয়টি এখনও নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:২৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:২৪:২৬ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে আসলেই অস্ত্র চুরি হয়েছে কী না তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।  

তিনি বলেন, গতকাল একটি দল আগামী নির্বাচনে তাদের প্রার্থী কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা ঘোষণা করেছে । এ কারণে কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে পুলিশ কমিশনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে তা হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কমিশনে কী কী সুবিধা থাকবে তা হওয়ার পর জানা যাবে। 

বিগত সময়ে লুট হওয়া অস্ত্র এবং বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার সময় স্টোর রুম থেকে অস্ত্র চুরির বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে । সিনিয়র সচিব ওই কমিটির প্রধান। তিনি বেশ কয়েকটি দেশে চিঠি দিয়েছেন। দুই-একটা দেশ থেকে এক্সপার্টরা ইতোমধ্যেই এসেছেন। তবে আসলেই সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কী না তা তদন্তের পর জানা যাবে। এ বিষয়ে সিনিয়র সচিব নিজেও অনুসন্ধান করছেন। চুরি যদি হয় তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকেও আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কয়টি অস্ত্র চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কী না এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এবং তা চলছে। 

বিগত আওয়ামী আমলে হওয়া নির্বাচনে কাজ করা ওসিদের বিষয়ে তিনি বলেন, আমাদেরও তথ্যের সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রথমে দেখবো বিগত ৩টি নির্বাচনেই কারা কাজ করেছেন তাদের প্রথমে বাদ দিবো। পরবর্তীতে দেখবো ২টি নির্বাচনে কারা কাজ করেছে, এরপর আরও তথ্য থাকলে একটি নির্বাচনে যারা কাজ করেছে তাদের বাদ দেয়া হবে। নতুন করে ওসি নিয়োগ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]