উত্তর-পূর্ব নেপালের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে অন্তত ৭ জন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন। আরও চারজন—দুই ইতালীয়, একজন জার্মান এবং একজন কানাডিয়ান নিখোঁজ রয়েছেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং-রির বেজক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৫ জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজক্যাম্পে ফিরে যায় ৫ নেপালি গাইড। তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা।
হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায়। গেলো অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশ' অভিযাত্রী।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান চলছে। তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়।
উল্লেখ্য, নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে রয়েছে এভারেস্টও।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং-রির বেজক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৫ জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজক্যাম্পে ফিরে যায় ৫ নেপালি গাইড। তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা।
হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায়। গেলো অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশ' অভিযাত্রী।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান চলছে। তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়।
উল্লেখ্য, নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে রয়েছে এভারেস্টও।