সানি লিওনের সঙ্গী এবার করণ কুন্দ্রা!

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৩৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৩৩:১৮ অপরাহ্ন
ভারতের সবচেয়ে জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’ এবার ফিরছে তার ১৬তম সিজন নিয়ে, কিন্তু এইবার ভিলায় আসবে অন্যরকম এক টুইস্ট। শোয়ের অপরাজেয় ‘কুইন অফ হার্টস’ সানি লিওন এবার পাবে নতুন সঙ্গী। তিনি নতুন সহ-হোস্ট হিসেবে মঞ্চে স্বাগত জানালেন করণ কুন্দ্রাকে, যিনি তার স্বাভাবিক আকর্ষণ, মজা আর উত্তাপের সঙ্গে ভিলার প্রেমের খেলা আরও রোমাঞ্চকর করে তুলবেন। খবর বলিউড বাবলের।

সানি লিওন এবং করণ কুন্দ্রা মিলে এবার হবেন কুইন এবং কিং অব হার্টস। তারা প্রতিযোগীদের নিয়ে যাবেন ভালোবাসার চূড়ান্ত খেলার মাঠে, যেখানে আবেগের উত্তাপ থাকবে, সম্পর্ক পরীক্ষা হবে এবং প্রতিটি সিদ্ধান্তে থাকবে পরিণতি।

করণ কুন্দ্রা, যিনি ছয় বছর পর ফের এমটিভি-তে আসছেন। বলেন, ছয় বছর পর এমটিভি-তে ফিরতে পারা আমার জন্য যেন হোমকামিং। স্প্লিটসভিলা চ্যানেলের ইতিহাসে বিশেষ স্থান রাখে। আমি সবসময় পছন্দ করেছি এই শোয়ের সেই রোমাঞ্চকর, অনিশ্চিত যাত্রা। এবার আমি সানি লিওনের সঙ্গে হোস্ট হিসেবে শো করার জন্য সত্যিই উত্তেজিত। দেখার অপেক্ষায় আছি, প্রতিযোগীরা কতটা ঝুঁকি নেবে এবং ভালোবাসার খেলে কতটা সাহস দেখাবে। এই সিজন হবে আরও সাহসী, আরও গতিশীল এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]