রবিবার ছিল শাহরুখ খানের ৬০ বছরের জন্মদিন। সেই উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন শাহরুখ। এ বার সেই বার্তার জবাব দেওয়ার পালা। যাঁরা যাঁরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলকেই শাহরুখ নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন। মেয়ে সুহানা খানও সেই দলে। কিন্তু সেখানেও যেন শাসন করলেন শাহরুখ।
শাহরুখের জন্মদিনে দুটো কফির ব়ড় কাপ পাশপাশি রেখে বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুহানা। একটিতে লেখা ‘কিং’ অর্থাৎ রাজা। আরেকটাতে লেখা ‘রাজার রাজকন্যা’। সেখানেই মেয়েকে বলেন ‘‘ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছ।’’
২০২৬ সালে বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে সুহানার। ‘কিং’ ছবিতে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এমনিতেই মেয়ে তাঁর নয়নের মণি। ছোট থেকে মেয়েকে আদর যত্নে মানুষ করেছেন। তবে বাবা কোনও কিছুতে মানা করলে সেটা তো মানতে হবে। অতীতে একবার অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, মেয়ে সুহানার সব কথা তাঁর বাবা শুনলেও শাহরুখ নিজে কোনও কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই কন্যার।
শাহরুখের জন্মদিনে দুটো কফির ব়ড় কাপ পাশপাশি রেখে বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুহানা। একটিতে লেখা ‘কিং’ অর্থাৎ রাজা। আরেকটাতে লেখা ‘রাজার রাজকন্যা’। সেখানেই মেয়েকে বলেন ‘‘ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছ।’’
২০২৬ সালে বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে সুহানার। ‘কিং’ ছবিতে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এমনিতেই মেয়ে তাঁর নয়নের মণি। ছোট থেকে মেয়েকে আদর যত্নে মানুষ করেছেন। তবে বাবা কোনও কিছুতে মানা করলে সেটা তো মানতে হবে। অতীতে একবার অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, মেয়ে সুহানার সব কথা তাঁর বাবা শুনলেও শাহরুখ নিজে কোনও কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই কন্যার।